প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ৬:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৮:৪০ পি.এম
নওগাঁর মহাদেবপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁর মহাদেবপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত।বৃহস্পতিবার ১৭ জুলাই নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম
ইউনিয়নের উত্তরগ্রাম ব্লাড সার্কেল নামক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়।এই বৃক্ষরোপণ কর্মসূচিতে
এক সাথে প্রায় ৪০ টি গাছের চারা রোপণ করা হয়।গাছের চারা গুলোর মধ্যে ৩৫ টি ছিলো সৌন্দর্য বর্ধক পাতা বাহারী দেবদারু গাছ এবং ৫ টি বকুল
গাছ। যা উত্তরগ্রাম দারুসসালাম ক্বওমিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রাচীরের পাশে এবং উত্তরগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উত্তরগ্রাম ব্লাড সার্কেলের সভাপতি ইঞ্জিনিয়ার আরাফাত হোসেন শামিম এবং উত্তর গ্রাম দারুসসালাম মাদ্রাসার
মুহাতামিম হাফেজ মাওলানা মিজানুর রহমান শাফী সাহেব।এ সময় আরো উপস্থিত ছিলেন, উত্তরগ্রাম ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম,
সাংগঠনিক সম্পাদক বাইতুল মামুর সোহাগ, রিফাত আহম্মেদ, সংগঠনের অন্যতম সদস্য ইমরান হোসেন, তৌহিদ সিদ্দিকী, সুমন আহম্মেদ, আবু
রায়হান এবং আহসান হাবিব শান্ত সহ আরও সদস্য ও মাদ্রাসার শিক্ষার্থী এবং সহকারী শিক্ষকবৃন্দ । এ সময় সংগঠনের সভাপতি বলেন যে, ''রক্ত যেমন
মানুষের শরীরের জন্য জরুরি তেমনই গাছ ও আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য জরুরি''। তিনি আরও বলেন, ''যদি আমরা প্রতি বছর বর্ষা মৌসুমে সারা
দেশে এক যোগে সবাই একটি করে গাছের চারা রোপণ করি তবে প্রায় ১৮ কোটি গাছ রোপণ করা সম্ভব, যা আমাদের পরিবেশের ভারসাম্য বজায়
রাখতে যথেষ্ট''।সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই গ্রামের মানুষের জরুরি রক্ত জোগাড় করার পাশাপাশি বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবীর কার্যাবলী পালন
করে আসছে।এই পর্যন্ত তারা প্রায় ২০০ ব্যাগ এর অধিক রক্ত ম্যানেজ করার পাশাপাশি প্রায় ৩৫০ জনেরও অধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ
করেন এবং বন্যার্ত মানুষের কাছে ত্রাণ সামগ্রী প্রেরণ করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন