কাইয়ুম বাদশাহ মধ্যনগর (সুনামগঞ্জ),
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী বাঙ্গালভিটা এলাকায় যৌথ বাহিনীর পরিচালিত এক অভিযানে জব্দ হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে উদ্ধার হওয়া কাপড়ের বাজারমূল্য এক কোটি টাকারও বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।বুধবার (২৪ জুলাই) বিকাল ৪-৬ পর্যন্ত, এবং ৬-১০ পর্যন্ত টানা যৌথ অভিযান চালানো হয়। নেতৃত্বে ছিলেন তাহিরপুর উপজেলার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাসেম। অভিযানে অংশ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সুনামগঞ্জ জেলা গোয়েন্দা দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মাঝেরছড়া এলাকার সীমান্ত পিলার ১১৯০/১৭-এস সংলগ্ন কয়েকটি বাড়িতে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থান কাপড়।সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত কাপড়ের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা। এসব কাপড় সরকারি শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান চললেও বহু সময় এসব থেকে রেহাই মিলেনি। অভিযোগ রয়েছে—কিছু প্রভাবশালী মহল এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তবে এবারের অভিযান অনেকের মুখোশ উন্মোচনের সম্ভাবনা তৈরি করেছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান দমন এবং সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। একইসাথে সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হচ্ছে।