অনলাইন ডেস্ক:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতাড়ী এলাকা থেকে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুইজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আটক ব্যক্তিরা হলেন—নাটোর জেলার লালপুর থানার ধানাইদহ এলাকার মোঃ শাহ আলম (৪০) ও পাবনা জেলার ঈশ্বরদী থানার নতুন রুপপুর এলাকার সানজিদা ইয়াসমিন (২০)।ফুলবাড়ী থানা সূত্রে জানা যায়, অভিযানের সময় দুইজনের কাছ থেকে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবা ট্যাবলেট ছাড়াও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবির অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমান বলেন, ফুলবাড়ী থানা পুলিশ সফল অভিযানের মাধ্যমে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
ডিবিপি : কাইয়ুম বাদশাহ।