মদন প্রতিনিধি(শেখ আসাদুজ্জামন মাসুদ)
নেত্রকোণা জেলার মদন,মোহনগঞ্জ ও খালিয়াজুরী গণমানুষের নেতা,সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবের বিরুদ্ধে
(এন,সি,পি)নেতা ডার্বি"নাসির পাটোয়ারী'র" কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদে,ভিক্ষুক ও প্রতিবাদ মিছিল করে মদন উপজেলা বিএনপি।
রবিবার (২৭ জুলাই)বিকেলে মদন উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে,দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল
বেরহয়।মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার পাবলিক হল প্রাঙ্গণে এসে শেষ হয়।এসময় বক্তব্য রাখেন মদন উপজেলা
বি,এন,পির সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল আলম লালু, সাবেক যুবদলের সভাপতি সাইফ আহাম্মেদ(সেকুল),মদন উপজেলা যুবদলের সভাপতি
গোলাম রাসেল( রুবেল),পৌরও যুব দলের সভাপতি মোঃ শফিউল ইসলাম( শফিক)যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,গোলাম কিবরিয়া কলেজ
ছাত্রদলের সভাপতি,আল-আমিন, পৌর ছাত্রদলের আহবায়ক,মাহমুদুর রহমান মিঠু,প্রমুখ,এসময় বক্তারা বলেন অনতিবিলম্বে এ বক্তব্য প্রত্যাহার করে
ক্ষমা না চাইলে কঠোর কর্মসূচি হাতে নেবে।