প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ৯:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৮:২৬ পি.এম
ধর্মপাশায় ফসল রক্ষা বাঁধ কাটার মামলায় আওয়ামীলীগের সভাপতি শাহজামাল গ্রেপ্তার

ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি শাহজামাল (৩৯) নামের এক ব্যক্তিকে পানি
উন্নয়ন বোডের বেরি বাঁধ কাটার মামলায় গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পরে সরিষাকান্দা ইসলামপুর গ্রামের
মাদ্রাসা বাজারে তার বিকাশের নিজস্ব ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে ওই ইউনিয়নের সরিষাকান্দা ইসলামপুর গ্রামের বাসিন্দা
মৃত জসিম উদ্দিনের ছেলে।জানা যায়, মাছ শিকারের উদ্দেশে সরকারি আইনকে অমান্য করে ফসল রক্ষা বাঁধ কেঁটে চুনাই নদীর সরকারি ব্রীজ ভাঙ্গার
অপরাধে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন ওয়াড আওয়ামীলীগের সভাপতি বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে ওয়াহীদুর মুরাদ, ফজল হক, কামাল হোসেন
স্বাক্ষরিত গত এক জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় এর কাছে একটি লিখিত অভিযোগ করেন।অভিযোগ সূত্রে জানা গেছে, ধর্মপাশা
উপজেলাধীন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের চুনাই নদীর ফিসারীর মালিক শাহজামাল, পিতা- মৃত জসিম উদ্দিন, মালেক সিকদার, পিতা- মৃত
খলিল সিকদার, সুজন মিয়া, পিতা- মৃত হাকিম মিয়া, ইমন মিয়া, পিতা- জাকির হোসেন, মহিবুর, পিতা- বাকের মিয়া সকলেই ধর্মপাশা উপজেলার
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিযাকান্দা ইসলামপুর গ্রামের বাসিন্দা। তারা ভাড়াটিয়া দশবারোজন লোক নিয়া জয়ধুনা হাওরের আনুমানিক
৩০০ (তিনশত) ফিট বাধ বেঙ্গে দেয়। বাধ ভাঙ্গার পর পানির প্রবল স্রোতে চুনাই নদীর সকারী ব্রীজ বেঙ্গে উল্টে যায়। এতে করে ধর্মপাশা থেকে
সুনামগঞ্জ যাওয়ার রাস্তায় মারাত্মক ভাবে ধ্বংস হয়। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, ফসল রক্ষা বাঁধ কাটার
অপরাধে শাহজামালের বিরুদ্ধে ইউএনও স্যারের কাছে লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে সে সরকারি
আইন অমান্য করায় তার বিরুদ্ধে মামলা রজু করে গ্রেফতার করা হয়।পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন