প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৮:৫৪ পি.এম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষ্যে আটপাড়ায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ।

রানা খান আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি:
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষ্যে আটপাড়ায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।আজ সোমবার (২৮ জুলাই) নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান উপলক্ষ্যে এক মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে বিভিন্ন শ্রেণি-পেশার
মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোহাম্মদ আশরাফুজ্জামান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
তাঁরা সকলেই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ও বর্তমান প্রেক্ষাপটে এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন।ক্যাম্পের আয়োজকরা জানান, এ ধরনের
উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন