প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৩, ২০২৫, ১০:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৯:১২ পি.এম
নওগাঁয় ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁয় ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে এছাড়া ও মাদ্রাসা প্রাঙ্গণে গাছের
চারা রোপণ করা হয়। সোমবার ২৮ জুলাই সকাল ১০ টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া (নওহাটামোড়ে) দারুল আরকাম কওমী
মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে সামাজিক উন্নয়ন মূলক সংগঠন
ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশন। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি প্রায় ২২০টি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও
মাদ্রাসা প্রাঙ্গণ ও পাশের রাস্তার ধারে প্রায় ৩০টি গাছের চারা রোপণ করেন এসময় বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের মাঝে
বক্তব্য প্রদান করেন, ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি গাজীউল ইসলাম সোহাগ। তিনি বলেন, একটি গাছ একটি প্রাণ।পরিবেশের ভারসাম্য
রক্ষা ও আগামীর প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ
সম্পাদক আজিজুল ইসলাম (রিজভী), সদস্য জবা সরকার, সিয়াম সিদ্দিকী, মেরিণ ইঞ্জিনিয়ার হাসিবুর রহমান, মহাদেবপুর উপজেলা প্রতিনিধি রিমন
পারভেজ, চন্দন কুমার এবং মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ।গাছের চারা হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা গাছগুলোর যত্ন
নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনভবিষ্যতেও পরিবেশ রক্ষায় ও সামাজিক উন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত রাখার
প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন