প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ১১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ১০:৪৬ পি.এম
বদলগাছীতে দোকানে চুরি! প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরির দাবী।

বদলগাছী প্রতিনিধিঃ
বদলগাছী খাদ্য গুদাম সংলগ্ন সাংবাদিক সানজাদ রয়েল সাগরের কীটনাশক দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানা যায়। দোকানের ম্যানেজার জাহিদুল ইসলাম জানান, ২৯ জুলাই প্রতিদিনের ন্যায় সকালে দোকান খুলে দেখি দোকান ঘরের সবকিছু তছনছ। এরপর দোকানের গোডাউনের পূর্ব দিকের দেয়ালে কাটা অংশ দেখতে পাই। ধারণা করা হচ্ছে, ওই দিক দিয়েই চোরেরা প্রবেশ করে মূল্যবান মালামাল নিয়ে গেছে। ব্যবসায়ী ও সাংবাদিক সাগর বলেন, দোকানের ম্যানেজার ফোনে জানায় দোকান চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে দোকানে এসে দেখি পূর্বদিকের ১০ ইঞ্চি দেওয়াল কেটে পুরো দোকানের কীটনাশক পণ্য চুরি করে নিয়ে গেছে। চোরেরা পরিকল্পিতভাবে দেয়াল কেটে ভেতরে ঢুকে আমার প্রায় ৮ লাখ টাকার কীটনাশক ও অন্যান্য পণ্য নিয়ে গেছে।মূল সড়ক সংলগ্ন এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা অভিযোগ করে বলেন, বাজার এলাকায় পুলিশের টহল কার্যক্রম অনেকটাই অনিয়মিত। ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।স্থানীয় ব্যবসায়ীরা বাজার এলাকায় রাতের বেলায় নিয়মিত পুলিশ টহল জোরদারের দাবি জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন