প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৫:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৩, ৬:৩৩ পি.এম
আশুলিয়ায় সিলিন্ডার গ্যাস বেশি দামে বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আশুলিয়ায় সরকারি বেঁধে দেওয়া নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয় করায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বরিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আশুলিয়ার বাইপাইল ও পল্লীবিদ্যুৎ এলাকায় মিজানুর রহমানের মালিকানাধীন নেসারিয়া কর্পোরেশনকে ১০ হাজার টাকা ও মিলন মিয়া মালিকানাধীন আরেক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে সরকার নির্ধারিত চেয়ে বেশি দামে এলপিজি বোতলজাত সিলিন্ডার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন বলেন, কিছু অসাধু চক্র নির্ধারিত চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করে আসছে। তাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের জরিমানা করা হয়েছে। একটি চক্র বাজার অস্থিতিশীল করে মুনাফা অর্জনের চেষ্টা করছে। নিয়মিত এই অভিযান চালানো হবে।
এছাড়া একই অভিযানে মেয়াদবিহীন ও বিএসটিআই নেই গ্রামীণ ফুড এন্ড বিস্কুট ফ্যাক্টরি নামে প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন