অনলাইন ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুরে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে চিহ্নিত মাদক কারবারি ফুয়াদ হাসান সাকিবসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) ভোররাতে মাধবপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃত সাকিব উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের বাসিন্দা সিরাজ আলীর ছেলে। অভিযানে তার সঙ্গে আটক হন একই এলাকার জুনাইদ, জাবেদ ও নয়ন নামের আরও তিন যুবক।বিজিবি সরাইল ব্যাটালিয়নের (২৫) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জাব্বার গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ দল মাধবপুর বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে সাকিবের কাছ থেকে ৮ কেজি গাঁজা, ফেনসিডিল, বিদেশি মদ, নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা, চারটি মোটরসাইকেল, মোবাইল ফোন, তিনটি বল্লম ও একটি রামদা উদ্ধার করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, ফুয়াদ হাসান সাকিব দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র এবং চাঁদাবাজির অভিযোগে অন্তত ১৫টির বেশি মামলা রয়েছে। স্থানীয়ভাবে একটি সক্রিয় মাদক চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন বলেও সন্দেহ করা হচ্ছে।আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ডিবিপি :কাইয়ুম বাদশাহ।