দিনাজপুরের ঘোড়াঘাটে অভিমান করে আগাছা নিধনের বিষ খাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারুফ বাবু(৩৫) নামের এক যুবক মারা গেছেন।
সোমবার(৬ ফেব্রুয়ারি) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মারুফ বাবু পৌরসভার ৩নং ওয়ার্ডের সামসুল হুদার ছেলে।
স্থানীয় অনেকেই ধারণা করছেন নিহত মারুফ বাবু ৬/৭ মাস আগে স্থানীয় সুরমার সাথে বিয়ে হয়।তার কিছু দিন পর থেকেই ওই দম্পতির মধ্যে মনোমালিন্যতা সৃষ্টি হয়।গতরাতেও মুঠোফোনে স্ত্রীর সাথে বাকবিতণ্ডা হয়।পরে স্ত্রী উপর অভিমান করে গতরাত ১২টার পর যে কোন সময় ঘাটপাড়া করতোয়া নদী সংলগ্ন ভূট্টার জমিতে যেয়ে সে বিষপান করতে পারে।এর আগে ভোরে নদী পারের স্থানীয় এক ব্যক্তি ভূট্টার জমিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয় এবং উপজেলা হাসপাতালে ভর্তি করানো হয়।সে সময় তার অবস্থা মুমূর্ষ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যালে স্থানান্তরিত করেন।পরে দুপুর আনুমানিক ১টায় মারুফ বাবুর মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বলেন, ঘটনা শুনেছি। ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় রংপুর মারা গিয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।