মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ৩ নং চামরদানী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অবস্থিত সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (৩০
জুলাই) অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পূর্ণজাগরণ মালা ২০২৫’।সকালে কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়
পরিচালনা কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান শহীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সামন্ত।
এছাড়াও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ মহসিন কবির, কুকিলা আক্তার ও সাজিরা আক্তার।অনুষ্ঠানে শিক্ষকরা কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশে
২০২৪ সালের ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তারা জানান, ২০১৮ সালের সরকারি কোটা সংক্রান্ত পরিপত্র
হাইকোর্ট কর্তৃক ২০২৪ সালের ৫ জুন বাতিল ঘোষণার পর দেশজুড়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সূচনা ঘটে, যা ক্রমে ‘জুলাই বিপ্লব’ নামে পরিচিত
হয়ে ওঠে।শিক্ষকরা বলেন, এই আন্দোলনে শিক্ষার্থী, অভিভাবক, পেশাজীবীসহ দেশের সব শ্রেণি-পেশার মানুষ সম্পৃক্ত হন। নারীদের অংশগ্রহণ ছিল
নজরকাড়া। আন্দোলনটি প্রথমে অরাজনৈতিক থাকলেও পরে গণ-আন্দোলনে রূপ নেয় এবং ৫ আগস্ট সরকার পতনের মাধ্যমে এর চূড়ান্ত পরিণতি
ঘটে।এসময় ২০২৪ সালের ওই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জলুষা গ্রামের কৃতি সন্তান শহীদ
আয়াতুল্লাহকে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।‘জুলাই পূর্ণজাগরণ মালা’ অনুষ্ঠানটি
শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনা ও ইতিহাসচর্চার অনুপ্রেরণা জোগায় বলে মন্তব্য করেন আয়োজকরা