প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ১১:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ৩:১২ পি.এম
মিঠাপুকুরে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১.৫ লাখ টাকা জরিমানা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিঃমাইনুল ইসলাম
মিঠাপুকুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে
উপজেলা প্রশাসন।জানা গেছে, উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা আব্দুল বাতেন (পিতা: আব্দুল হক) দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে বালু
উত্তোলন করে আসছিলেন। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় তাকে এ জরিমানা করা হয়।৩১শে জুলাই বৃহস্পতিবার দুপুরে
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতামিস বিল্লাহ্ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় অবৈধভাবে পরিচালিত
বালু মহলে অভিযান চালিয়ে সরেজমিনে অনিয়মের প্রমাণ পাওয়া যায়।অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।সহকারী কমিশনার
(ভূমি) বলেন, “পরিবেশের ক্ষতি করে যারা অবৈধভাবে বালু উত্তোলন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযান অব্যাহত
থাকবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন