অনলাইন ডেস্ক:
ঝালকাঠি শহরের কাপুরিয়া পট্টি এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫৩০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। অভিযানে জড়িত
থাকার অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।জেলা
গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি দল প্রথমে শহরের
পালবাড়ি রোডের শেখ মুজিব গলির মুখে অবস্থান নেয়।সেখান থেকে আব্দুল্লাহ আল জোবায়ের (২১) নামের এক যুবককে আটক করা হয়
জিজ্ঞাসাবাদে সে জানায়, তার কাছে থাকা ইয়াবার একটি অংশ ড্রেনে ফেলে দিয়েছে এবং বাকি অংশ তার বন্ধু তাসিন কাজীর বাসায় রাখা রয়েছে।পরে
স্থানীয় সাক্ষীদের সঙ্গে নিয়ে ডিবি সদস্যরা কাপুরিয়া পট্টি এলাকায় তাসিন কাজীর তিনতলা বাড়িতে যান। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর রাত ৪টা ১০
মিনিটে বাড়ির গেইট খুললে পুলিশ তৃতীয় তলায় ওঠে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাসিন স্বীকার করেন, ৭-৮ দিন আগে বন্ধু জোবায়ের একটি স্বচ্ছ
পলিথিনে মোড়ানো প্যাকেট তার কাছে রেখে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভয় পেয়ে তিনি সেটি জানালা দিয়ে নিচে ফেলে দেন।পরে জানালার
নিচ থেকে প্যাকেটটি উদ্ধার করে গণনা করলে ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।এ বিষয়ে ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, আটক দুই যুবকের
বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে