মোঃকাইয়ুম বাদশাহ মধ্যনগর(সুনামগঞ্জ),,
সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ ১ আগস্ট দুইটি পৃথক অভিযানে ৫টি ইঞ্জিন চালিত স্টিলবডি নৌকা, ১৫ জন আসামী ও সরকারি অনুমতি ছাড়া অবৈধভাবে উত্তোলিত প্রায় ১৮০০ ঘনফুট বালু উদ্ধার করেছে। অফিসার ইনচার্জ মনিবুর রহমানের নির্দেশনায় এসআই মোঃ ইউছুব আলী, এসআই মোঃ হামিদুর রহমান ও তাদের সঙ্গীয় ফোর্স ৪ নং মধ্যনগর সদর ইউনিয়নের তোলীপাড়া (মসজিদের পাশে) ও আখড়াঘাট এলাকায় সুমেশ্বরী নদীতে অভিযান পরিচালনা করেন।প্রথম অভিযানে সকাল ৭টা ৩০ মিনিটে ২টি নৌকা (মূল্য প্রায় ৭ লক্ষ টাকা) ও নৌকায় থাকা ১১৫০ ঘনফুট বালু (মূল্য প্রায় ৩৪,৫০০ টাকা) উদ্ধার করা হয়। এ সময় ৮ জনকে আটক করা হয়েছে। তারা হলেন—সেলিম মিয়া (৪৫), পিতা-মৃত আফতাব উদ্দিন, মোঃ শরীফ মিয়া (৪৫), পিতা-মৃত মতি মিয়া, লালু মিয়া (২৬), পিতা-আবিরাজ, সোহাগ মিয়া (২৮), পিতা-মৃত মিষ্টু মিয়া (কুকরারাই, থানা বাজিতপুর, কিশোরগঞ্জ), মোঃ নুরুজ্জামান (৪০), পিতা-হাফিজ উদ্দিন, মোঃ হবি মিয়া (৪০), পিতা-মৃত আঃ কাদির, মোঃ কাবুল মিয়া (৩৮), পিতা-শুক্কুর আলী, ফেরদৌস (৪০), পিতা-মৃত ছায়েদ আলী (নল্লাপাড়া, থানা কলমাকান্দা, নেত্রকোনা)।দ্বিতীয় অভিযানে সকাল ৯টা ৪০ মিনিটে ৩টি নৌকা (মূল্য প্রায় ৬৫ লক্ষ টাকা) ও নৌকায় থাকা ৬৫০ ঘনফুট অবৈধ বালু (মূল্য প্রায় ১৯,৫০০ টাকা) উদ্ধার করা হয়। এ সময় ৭ জনকে আটক করা হয়েছে। তারা হলেন—
মোঃ হবিকুল (৩৫), পিতা-মৃত ছায়েদ আলী, মোঃ নজরুল ইসলাম (৫০), পিতা-মৃত বাবর আলী (নল্লাপাড়া, থানা কলমাকান্দা), মোফাজ্জল (৪৫), পিতা-মৃত মছবর আলী, নয়ন (৩৫), পিতা-মৃত রজব আলী, খোকন (৪০), পিতা-মৃত মছবর আলী, জামাল হোসেন (৩৮), পিতা-মৃত মারফত আলী, জাহাঙ্গীর মিয়া (৩২), পিতা-ফজলুর রহমান (পুটিকা, থানা কলমাকান্দা, নেত্রকোনা)।আসামিদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে