প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৩, ২০২৫, ১০:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ১২:৪৭ এ.এম
বাহুবলে এমপি প্রার্থী মখলিছুর রহমানের সমর্থনে কর্মী সমাবেশ

বাহুবল ( হবিগঞ্জ) প্রতিনিধি।
হবিগঞ্জ-১( বাহুবল-নবীগঞ্জ) সংসদীয় আসনে জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী মোঃ মখলিছুর রহমানের সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বশিনা, রাউদগাও, দ্বিমুড়া, হাফিজপুর সহ কয়েকটি গ্রামের লোকজন অংশ নেন।
শুক্রবার (১ আগস্ট) রাত ৮ টায় বশিনা বাসস্ট্যান্ডে আয়োজিত আঞ্চলিক কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক ছাত্র নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আউয়াল। মাস্টার জামাল আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ১ম সদস্য ও কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোঃ মখলিছুর রহমান।বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল আহাদ কাজল, আব্দুল আউয়াল মেম্বার, কুতুব উদ্দিন মেম্বার, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ওয়াহিদ মিয়া, লামাতাসি ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মিয়া, জসিম উদ্দিন সর্দার প্রমুখ। মখলিছুর রহমান বলেন, ১৯৯৪ সাল থেকে ছাত্র রাজনীতির জড়িত হই। হাই কমান্ড আমাকে মনোনয়ন দিলে এ আসনটি উপহার দিতে পারব ইনশাআল্লাহ। এছাড়া যে ভাই ধানের শীষ পাবে আমি তার পক্ষেই আমি মাঠে কাজ করবো।
তিনি বলেন, আগামী নির্বাচন হবে অত্যান্ত কঠিন। প্রার্থীকে জনগণের কাছে যেতে হবে। মানুষের ভালবাসা যিনি পাবে সেই নির্বাচিত হবে।
গুমের শিকার এম ইলিয়াস আলীর কথা স্মরন করিয়ে বিএনপির এই নেতা বলেন, ইলিয়াস ভাই গুমের পর সিলেটের রাজপথে আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। আমি টাকা ইনকাম করার জন্য রাজনীতি করি না। আমি রাজনীতি করি উন্নয়নের জন্য। যতদিন বেচে থাকবো ততদিন আমি ঈমানের সাথে দেশপ্রেম নিয়ে রাজনীতি করবো।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন