অনলাইন ডেস্ক:
হবিগঞ্জ শহরতলীর রিচি এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিশাল মিয়া (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত বিশাল মিয়া হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার বাসিন্দা। তিনি একটি প্রতিষ্ঠানের আড়ং দুধের ডিলার হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে তিনজন মোটরসাইকেলে করে লাখাই উপজেলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রিচি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় বিশালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ৯টার দিকে ওসমানীতে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।দুর্ঘটনায় আহত অপর দুইজনের চিকিৎসা চলমান রয়েছে।এদিকে ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ধাক্কা দেওয়া ট্রাকটি এবং চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।হবিগঞ্জ সদর থানার এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি থানায় জব্দ করা হয়েছে