অনলাইন ডেস্ক:
গত বছর জুলাই গণঅভ্যুত্থানের পর ৮ আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার এক বছরে আইন মন্ত্রণালয়ে বিস্তৃত সংস্কার করেছে। আইন উপদেষ্টা
ড. আসিফ নজরুল জানিয়েছেন, চার দিক থেকে এগিয়েছে মন্ত্রণালয় আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটাইজেশন,হয়রানিমূলক মামলা
প্রত্যাহার এবং দৈনন্দিন কার্যক্রম। আইনি সংস্কারে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন, বিচারক নিয়োগে স্বতন্ত্র কাউন্সিল, দেওয়ানি ও
ফৌজদারি আইনে পরিবর্তন, মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা ও নারীবিষয়ক আইন জোরদার করা হয়েছে। সাইবার সুরক্ষা আইন সংস্কারসহ
অনলাইনে বিবাহ-তালাক নিবন্ধন চালু হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা, তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন, অনলাইন বেইলবন্ড ও ডিজিটাল কোর্ট প্রতিষ্ঠার
মতো উদ্যোগ নেয়া হয়েছে। দুর্নীতি প্রতিরোধে পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। ১৫ হাজারের বেশি হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে, যার মধ্যে
৭৫২টি ছাত্র-জনতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা রয়েছে। দৈনন্দিন কাজে গত এক বছরে মন্ত্রণালয় মন্ত্রী পর্যায়ে ১২৮৩টি নথি নিষ্পত্তি করেছে এবং প্রায়
এক লাখ ৬০ হাজার ডকুমেন্ট সত্যায়ন করেছে। এছাড়া বিচার বিভাগে নতুন বিচারক ও আইন কর্মকর্তার নিয়োগ দেওয়া হয়েছে। ড. আসিফ নজরুল
বলেন, এই সংস্কারগুলো দেশের বিচার ব্যবস্থাকে দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিবিপি / কাইয়ুম বাদশাহ