প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ৭:২১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৬:১৯ পি.এম
চুরি যাওয়া ৭ টি গরু উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার,

খোরশেদ আলম, সাভার প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে গরু চুরির অভিযোগের ছায়াতদন্ত শেষে অভিযান পরিচালনা করে চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে ৭ টি চোরাই গরু উদ্ধার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যদিও ধামরাই থেকে চুরি যাওয়া গরুগুলো এখনো উদ্ধার করতে পারে নি ডিবি পুলিশ। শনিবার (২ আগস্ট) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. জালাল উদ্দিন। এর আগে গত শুক্রবার রাত তিনটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানার কোনাবাড়ি ও শনিবার বিকেল তিনটার দিকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- পাবনা জেলার সাঁথিয়া থানার করমজা গ্রামের মোঃ আওয়াল মোল্লার ছেলে মোঃ বাবু মোল্লা (৩৩)। তিনি গাজীপুরের কোনাবাড়ি এলাকার জুহুরুলের বাড়িতে ভাড়া থাকতেন। অন্যরা হলেন-সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার দেওয়ান টারুটিয়া গ্রামের কাদের শেখের ছেলে মোঃ আল আমিন শেখ (৪৩),একই এলাকার আমজাদ মোল্লার ছেলে ফজলুল হক (৪৮), একই থানার
মার্জান গ্রামের গফুর সরদার শফিকুল সরদার (৩৮)।ডিবি পুলিশ জানায়, গত ২৯ জুলাই ঢাকার ধামরাইয়ে ৭ টি গরু চুরির একটি সাধারণ ডায়েরি করে ভুক্তভোগী ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে গরু চুরি বিষয়ে তদন্ত শুরু করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানার কোনাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় গরুচোর চক্রের বাবু মোল্লা ও আমিন শেখকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাকি দুইজনকে গ্রেপ্তার করে চুরি করা ৭ টি গরু উদ্ধার করা হয়। তবে এসব গরু ধামরাই থেকে চুরি হওয়া গরু ছিল না। সেগুলো গাজিপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে চুরি করেছিল চক্রের সদস্যরা। এখন পর্যন্ত ধামরাই থেকে চুরি হওয়া গরু গুলোর সন্ধান পাওয়া যায় নি৷ তবে এব্যাপারে অভিযান চলমান রয়েছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) জালাল উদ্দীন বলেন, গত ২৯ জুলাই ঢাকার ধামরাই থেকে ৭ টি গরু চুরি হয় বলে সাধারণ ডায়েরি করে ভুক্তভোগী। সেই সাধারণ ডায়েরির বিষয়টি তদন্ত শুরু করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। এক পর্যায়ে গত শুক্রবার থেকে শনিবার বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকা থেকে চুরি যাওয়া ৭ টি গরু উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত ধামরাই এলাকা থেকে চুরি যাওয়া গরু গুলো এখনও উদ্ধার করা সম্ভব হয় নি। এব্যাপারে অভিযান চলমান রয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিসহ উদ্ধার করা গরু গুলো গাজীপুর জেলা গোয়েন্দা শাখার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন