ময়মনসিংহে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হেরোইন ব্যবসায়ী আল আমিন বাবুকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
গতকাল সোমবার (০৬ ফেব্রুয়ারী ২০২৩) তারিখ হেরোইন ব্যবসায়ী আল আমিন বাবুকে গ্রেফতার করে পুলিশ। সে ১৮ সানকিপাড়া (নর্থ) এর জাহাঙ্গীর হোসেনের ছেলে।
কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী আল আমিন বাবুকে জেলা গোয়েন্দা পুলিশর (ডিবি) ওসি বর্তমান কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে একদল পুলিশ গত ১৯/১২/২০১৯ তারিখে ৪৫ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে।
এ ব্যাপারে ডিবি পুলিশ বাদি হয়ে মামলা করেছে। মামলাটি তদন্ত শেষে দ্রুততম সময়ে আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করলে বিজ্ঞ আদালত দ্রুততম সময়ে সাক্ষী প্রমানের ভিত্তিতে বিচারিক কার্যক্রম সম্পন্ন করে গত ২০২১ সনে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
আদালত এই রায় প্রদানকালে আসামী আল আমিন বাবু পলাতক ছিল। এরপর থেকে উক্ত আসামি দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার কোতোয়ালী মডেল থানা পুলিশ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাদক ব্যবসায়ী আল আমিন বাবুকে গ্রেফতার করে।