আন্তর্জাতিক ডেস্ক:
চীন ও রাশিয়া জাপান সাগরে তিন দিনব্যাপী যৌথ নৌ-মহড়া শুরু করেছে। ‘জয়েন্ট সি-২০২৫’ নামের এই মহড়া শুরু হয়েছে রাশিয়ার ভ্লাদিভোস্টক বন্দর এলাকার উপকূলবর্তী জলে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়াটি চলবে আগামী তিন দিন।এই মহড়ায় সাবমেরিন উদ্ধার, যৌথ সাবমেরিন প্রতিরক্ষা, আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এবং সমুদ্রযুদ্ধ কৌশল নিয়ে অনুশীলন করা হচ্ছে। অংশ নিচ্ছে চীনের চারটি যুদ্ধজাহাজ, যার মধ্যে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘শাওশিং’ ও ‘উরুমকি’ রয়েছে। রাশিয়ার নৌবাহিনীর জাহাজগুলোও এতে যুক্ত হয়েছে।মহড়া শেষে প্রশান্ত মহাসাগরের নির্ধারিত জলসীমায় যৌথ টহল চালাবে দুই দেশের নৌবাহিনী। ২০১২ সাল থেকে প্রতিবছর ‘জয়েন্ট সি’ মহড়ার মাধ্যমে সামরিক সহযোগিতা জোরদার করে আসছে দুই দেশ। গত বছর মহড়া হয়েছিল চীনের দক্ষিণ উপকূলে।এদিকে জাপান বলছে, এই সামরিক সহযোগিতা তাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সাম্প্রতিক এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার সঙ্গে চীনের ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক জাপানের আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ।তবে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের পক্ষ থেকে বলা হয়েছে, এই মহড়া সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক এবং এটি কোনো দেশের বিরুদ্ধে পরিচালিত নয়