প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ৫:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ১০:৪৫ এ.এম
লড়ি চাপায় নারী ও শিশুসহ নিহত ৩

খোরশেদ আলম, সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় লড়ি চাপায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে নবীনগর চন্দ্রা-মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। তবে কিছুক্ষণ পরেই তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।প্রত্যক্ষদর্শী লিটন আহমেদ বলেন, আমি রাস্তা পার হয়ে ওইপার থেকে এপারে আসতে ছিলাম। আমার সামনেই রিকশাটি গর্তে পড়ে উল্টে যায়। এ সময় একটি বড় লরির পিছনের চাকার নিচে পড়ে যায়। এতে করে একজন ঘটনাস্থলে মারা যায়। বাকি ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনজনের মধ্যে একজন শিশু ও একজন নারী ছিল।প্রাথমিকভাবে নিহত ও আহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে শিশু, একজন নারী ও একজন পুরুষ বলে জানা গেছে।সিসি টিভি ফুটেজে দেখা যায়, বাইপাইলের দিকে থেকে একটি অটোরিকশা উল্টো পথে ইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সামনের দিকে থেকে একটি লরি আসলে, রিকশাটি রাস্তার সাইটের দিকে পানি থাকায় রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় রিকশাটি গর্তে পরে গেলে রিকশাচালকসহ যাত্রীরা লরির পিছনের চাকার নিচে পরে যায়।হাইওয়ে পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকা দিয়ে একটি অটোরিকশা উল্টো পথে ঢাকা ইপিজেডের দিকে যাচ্ছিলো। এসময় সড়কের গর্তে পড়ে একটি অটোরিকশা উল্টে লড়ির পিছনের চাকার নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হয়। রিকশাচালক ও শিশুসহ তিনজন আহত হলে তাদের উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্থানীয়রা৷ এদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক।ঘটনাস্থলের পাশের দোকানদার মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, 'আমি ঘটনার সময় দোকানে ছিলাম। চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি রিকাশা উল্টে গেছে। এ সময় ঘটনাস্থলে একজন মারা যায়। বাকিদের হাসপাতালে নিলে আরও দুইজন মারা যায়।সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সালেহ আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। উল্টো পথে রিকশায় তিনজন যাত্রী নিয়ে ইপিজেডের দিকে যাচ্ছিলো চালক। পরে সড়কের গর্তে পড়ে রিকশাটি উল্টে বিপরীত দিক থেকে আসা একটি লড়ির নিচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক নারী ও শিশুকে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঘটনার পরপরই সড়ক অবরোধের চেষ্টা করে এলাকাবাসী। তবে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন