গত (০১ ফেব্রুয়ারি ২৩)ইং তারিখ দুপুর ০৩.৩০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন চুরখাই নামক এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে পিতা ও পুত্রকে হত্যা এবং উক্ত ঘটনায় আরো চারজন গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় ০৭ জনকে আসামী করে মো: রিফাত বাদী হয়ে এজাহার দায়ের করিলে কোতোয়ালী থানার মামলা নং- ০৬,তাং-০৩/০২/২০২৩ ইং, ধারা-১৪৩/৪৪৭/৩০২/৩২৩/৩২৬/৩০৭/১১৪/৫০৬(২)/৩৪ পেনাল কোড রুজু হয়। ইতিপূর্বে ঘটনার সাথে জড়িত ০৪জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উক্ত ঘটনার প্রধান দুই আসামীকে গ্রেফতারের জন্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল এর তত্ত্ববধানে অফিসার ইনচার্জ এর তদারকিতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (অপারেশন) ওয়াজেদ আলী দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুলিশ পরিদর্শক (অপারেশন) ওয়াজেদ আলী গত (০৭ ফেব্রুয়ারী ২০২৩)ইং তারিখ অভিযান পরিচালনা করিয়া খুলনা সোনাডাঙ্গা থেকে জাহাবুর সরকার জাফর(২৬) এবং ঢাকার মোহাম্মদপুর বছিলা বস্তি থেকে মাহাবুর(২২) দ্বয়কে গ্রেফতার করে।
অদ্য আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। বাদী: মো: রিফাত (২৪),
পিতা-মৃত আবুল খায়ের, গ্রাম-চুরখাই (কুদ্দুস চেয়ারম্যানের বাড়ী) থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ
১। জাহাবুর সরকার জাফর(২৬),
২। মাহাবুর(২২), উভয় পিতা-মো: কামাল উদ্দিন ওরফে কামাল ড্রাইভার, গ্রাম-চুরখাই (কুদ্দুস চেয়ারম্যানের বাড়ী), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
ইতিপূর্বে বিজ্ঞ আদালতে সোপর্দকৃত আসামীদের নাম-ঠিকানাঃ ১। মো: কামাল উদ্দিন ওরফে কামাল ড্রাইভার(৫২), পিতা-মৃত আব্দুল আজিজ, ২। রিয়াদ(১৯), পিতা-মো: কামাল উদ্দিন ওরফে কামাল ড্রাইভার, ৩। জাহানারা(৪৫), স্বামী-মো: কামাল উদ্দিন ওরফে কামাল ড্রাইভার,সর্ব গ্রাম-চুরখাই (কুদ্দুস চেয়ারম্যানের বাড়ী), থানা-কোতোয়ালী,৪। মোঃ নাইম হোসেন(২৫), পিতা-নবী হোসেন, গ্রাম-চানপুর, থানা-ফুলপুর, সব জেলা-
ময়মনসিংহ। পলাতক আসামীর নাম-ঠিকানাঃ ১। আছিয়া(২৪), পিতা-মো: কামাল উদ্দিন ওরফে কামাল ড্রাইভার,
গ্রাম-চুরখাই (কুদ্দুস চেয়ারম্যানের বাড়ী), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ