প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৩, ২০২৫, ১০:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৯:৫১ পি.এম
আটপাড়া উপজেলা সদরে ১কিঃ রাস্তায় খানা খণ্ডে ভরপুর যানবাহন চলাচলে দুর্ভোগ

রানা খান, আটপাড়া নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়া উপজেলার সদরে ১কিঃমিটার রাস্তায় খানাখন্দে ভরপুর হওয়ায় যান চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন চলাচলকারী মানুষ।
সরজমিন ঘুরে দেখা যায়,এল জি ই ডি'র উপজেলার প্রশিকা মোড় হতে নেত্রকোনা রাস্তায় কেন্দ্রীয় মন্দির,থানার মোড়,মাল্টিপারপাস হল রুম সংলগ্ন, প্রেস ক্লাব,বাসস্ট্যান্ড,ও সেতুর বাজার বারহাট্রা রাস্তায় এমন চিত্রই ফুটে উঠেছে।রাস্তায় চলাচলকারী পথচারী ও যানবাহন চালকরা জানান, রাস্তা নির্মাণের পর এরকম বেহালদশার সৃষ্টি কখনও হয়নি। দীর্ঘদিন যাবত রাস্তায় বড় বড় খানাখন্দের সৃষ্টি হওয়াতে যান চলাচলে আমরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছি অনেক সময় খানাখন্দে যাত্রী নিয়ে মোটরসাইকেল, অটো উল্টে যায়।ফলে যাত্রী সহ নিজেরা আহত হই।হোমিওপ্যাথিক চিকিৎসক বাবু শংকর চৌধুরি জানান,আমার দোকান সংলগ্ন রাস্তায় সৃষ্ট খানাখন্দে অনেক সময় অটো,রিকশা মটরসাইকেল উল্টে পড়ে গিয়ে অনেকেই গুরুতর আহত হয়েছেন। দ্রুত এর সংস্কার জরুরি। এ বিষয়ে উপজেলা সহকারী প্রকৌশলী সায়েল মিয়া জানান, আটপাড়া নেত্রকোনা রাস্তার ৯ কিঃমি রাস্তার মধ্যে ৩ কিঃমিঃ রাস্তার কাজ চলমান। বাকী ৩ কিঃমিঃ রাস্তার কাজ ডিসেম্বরের/জানুয়ারি মধ্যে সম্পন্ন হবে।অবশিষ্ট ৩ কিঃমিঃ রাস্তার কাজ আগামী বছর শুরু হবে। রাস্তার খানাখন্দ জরুরি ভিত্তিতে সংস্কারের বিষয়ে তিনি আরো জানান, জেলা নির্বাহী প্রকৌশলীর বরাবর জরুরি ভিত্তিতে মোবাইল মেইনটেন্যান্স বরাদ্দের জন্য চাহিদা প্রেরণ করা হয়েছে। বরাদ্দ সাপেক্ষে সৃষ্ট খানা
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন