ডেস্ক রিপোর্ট :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) দোয়া মাহফিল, আনন্দ মিছিল ও স্মৃতিচারণমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সকাল ১১টায় শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। এরপর শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য জাগরণী মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ‘জুলাই চেতনা বাংলার প্রেরণা’ ও ‘বৈষম্যের বিরুদ্ধে ছাত্র সমাজ একসাথে’ স্লোগানে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।মিছিল শেষে স্মৃতিচারণমূলক সমাবেশে বক্তৃতা করেন হাসান আল মাছুম, তোফায়েল আহমেদ, আরিফুল ইসলাম সরকার, সোহেল মিয়া, সাইদুল মুরছালিন, সাদিকুর রহমান স্বাধীন খান, কামাল হোসেন, সৈয়দ দ্বীন ইসলাম স্বপন, রিয়াদ আহমেদ প্রমুখ। তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান হলো শ্রেণিবৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি ঐতিহাসিক আন্দোলন, যার শহীদরা আমাদের ভবিষ্যতের পথ আলোকিত করেছেন।”বক্তারা আরও বলেন, “তরুণ সমাজে জেগে ওঠা প্রতিবাদী চেতনা ভবিষ্যতের সমতার বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা দেশের সকল স্তরে বৈষম্য, দলীয়করণ ও অনিয়মের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম চালিয়ে যাব।”ছাত্র নেতারা বলেন, “৫ আগস্ট শুধুমাত্র স্মৃতিচারণ নয়, এটি সমাজ পরিবর্তনের শপথ গ্রহণের দিন। এই দিনে আত্মত্যাগ ও প্রতিবাদের মাধ্যমে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রেরণা পাওয়া যায়।”অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ‘বৈষম্যমুক্ত বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়