মোঃ কাইয়ুম বাদশাহ,মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের মধ্যনগরে বর্ণাঢ্য বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকেল ২টায় মধ্যনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মধ্যনগর বাজার এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালিতে দলীয় ও জাতীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা। র্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ১নং যুগ্ন আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু।সভায় বক্তব্য রাখতে গিয়ে আব্দুল কাইয়ুম মজনু বলেন,“৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাই আমাদের প্রেরণা। আজকের দিনে সেই চেতনায় উজ্জীবিত হয়ে সকল জাতীয়তাবাদী শক্তিকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিটি পাড়া-মহল্লায় তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করতে হবে, যেন আর কখনো স্বৈরাচারী শাসকদের মাথাচাড়া দিয়ে উঠার সুযোগ না মেলে। গণতন্ত্র পুনরুদ্ধারে এই ঐক্যই আমাদের প্রধান শক্তি।”এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, মোসাহিদ তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন, মোক্তার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক ডা. সাইদুর রহমান জিয়া, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল হোসেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুজন মিয়া এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোসাব্বির হোসেন সাগর প্রমুখ