প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ৯:০২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ৬:৩৮ পি.এম
নওগাঁয় জায়গাঁ-জমি নিয়ে বিরোধের জেরধরে ৩ জনকে হত্যা মামলায় ২২ বছর পর ৩ জন আসামীর যাবজ্জীবন

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁয় জমি নিয়ে বিরোধের জেরে ৩ জনকে হত্যা মামলায় ৩ জন আসামীর যাবজ্জীবন রায় দিয়েছে আদালত। একই মামলায় আরও ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা এবং ৪জন আসামীকে খালাস প্রদান করা হয়েছে। বুধবার মামলার রায় প্রাদন করেন নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথমআদালত এর বিচারক মোঃ ফেরদৌস ওয়াহিদ। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত কৌশূলী সাব্বির আহম্মেদ এবং আসামী পক্ষের আইনজীবী অমরেন্দ্র নাথ ঘোষ, সঞ্জীব সরকার ও নাজমুন নাহার। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলো আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিক (পলাতক), কাদির ওরফে কাদের এবং আমির আলী ওরফে আমির। বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, দুরুল হুদা (পলাতক), মোঃ সেমাজুল ইসলাম, তরিকুল ইসলাম, মোঃ আবুল কাশেম, মোঃ রেজাউল করিম, মোঃ ওয়াজেদ আলী, আবুল কালাম এবং মোঃ আলিম ওরফে আলম। মামলা থেকে খালাস পেয়েছেন রফিকুল ইসলাম ওরফে রফিক, মোছাঃ কহিনুর বেগম, মোছাঃ মরিয়ম বিবি এবং মোছাঃ কমেলা বেগম।মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৩ সালের ৩০ আগষ্ট সকালে নওগাঁর পোরশা থানার কালাইবাড়ী গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্র লাঠি, হাসুয়া ও ফালা নিয়ে দু' পক্ষের সংঘর্ষ হয়। এতে শফিকুল, মিজানুর, সেরিনা, বইফুল ও নার্গিস সুলতানা নামে ৪ জন গুরুত্বর রক্তাক্ত জখম হয়। তাদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরমধ্যে শফিকুল, সেরিনা, নার্গিস সুলতানার অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে ৩ জন মারা যান।ঘটনায় সামাদ নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ১৬ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন পাঠান। মামলার দীর্ঘ শুনানি শেষে ৩ জনকে হত্যা মামলায় ৩ জন আসামীর যাবজ্জীবন ও আরও ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এছাড়া ৪ জনকে খালাস প্রদান করা হয়েছে। মামলা চলাকালিন সময় সায়েদা নামে এক আসামী মারা যান।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন