প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ১১:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ৭:৪৫ পি.এম
পাঠদান ব্যাহত হচ্ছে বাহুবলের পানিবন্দী বিঞ্চুপুর প্রাথমিক বিদ্যালয়ের

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি।
বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নে ২৯নং বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মহাসড়ক ঘেঁষে অবস্থিত এই বিদ্যালয়ের মাঠ ও রাস্তাটি পানিতে তলিয়ে যাওয়ায় বিঘ্ন ঘটছে পড়ালেখায়। খেলার মাঠসহ স্কুলের চারপাশ শুধু পানিতে নিমজ্জিত হয়ে যাওয়ায় প্রায় সময়ই ব্যাহত হয় পাঠদান। শিক্ষক- শিক্ষিকারাও পড়েন বিড়ম্বনায়। সামাণা বৃষ্টি হলেই উজান থেকে নেমে আসা পানিতে মাঠসহ চারপাশ ডুবে পরিনত হয় জলাশয়। পানি বন্দি হয়ে পড়ে বিদ্যালয়টি।সরজমিনে ৭ আগষ্ট বিকাল ৩টায় সরেজমিনে দেখা যায়, বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক দিকে বয়ে গেছে ল কালীশিরি নদী।
স্থানীয়দের অভিযোগ, আমাদের দুর্ভোগ দেখার কেউ নেই। স্কুলসহ আশপাশের বাড়ির বাসিন্দারা দূর্যোগের মুখে পড়েন।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিপা দত্ত জানান, বৃষ্টির কারণে পানি বৃদ্ধি পাওয়ায় আজ অভিভাবকরা তাদের ছেলে মেয়েকে নিয়ে যান। সকালে স্কুলে আসার পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক ছিলনা তাই তাদের সন্তানদের নিয়ে গেছেন। এতে পাঠদানে ব্যাঘাত ঘটছে। তবে আমরা নিয়মিত পাঠদানের চেষ্টা করি। বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই চরম দুর্ভোগ থেকে মুক্তি পেতে উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন