সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে সংগঠনটির একাংশের নেতাকর্মীরা।বৃহস্পতিবার(০৭ আগষ্ট) রাতে কেন্দুয়া পৌর শহরে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কেন্দুয়া প্রেসক্লাবের সামনে এসে মিছিলকারিরা বক্তব্য রাখেন।এ সময় বক্তব্যের মাধ্যমে নেতাকর্মীরা তাদের ক্ষোভ প্রকাশ করেন।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন,সদ্য ঘোষিত কেন্দুয়া ছাত্রদলের কমিটিতে যোগ্য ও প্রকৃত ছাত্রনেতাদের বাদ দিয়ে বিতর্কিত এবং অযোগ্য ব্যক্তিদের পদ দেয়া হয়েছে।বক্তারা আরো বলেন,’এ কমিটি অবিলম্বে বাতিলu করতে হবে,নইলে কঠিন আন্দোলনে যাব।আমরা এই কমিটি মানি না।’
কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে মিছিলের নেতৃত্ব দেন নতুন কমিটির একাংশের নেতারা।তাদের মধ্যে সহ-সভাপতি হৃদয় আলম,মোঃআবুল ফজল,আবদুল্লাহ নাইম,রিয়াদুল হক সানমুন,রাকিব হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রশিদ,নাদিম হাসান চৌধুরী,মোঃ রানা মিয়াসহ আরও অসংখ্য ছাত্র নেতারা নেতৃত্বে ছিলেন মিছিল শেষে আলোচনার পরিশেষে কমিটি বাতিল না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেয়।