নেত্রকোনার আটপাড়ায় (৮ আগস্ট)রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ খেলাফত মজলিশ এর দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের পর সারা দেশে ইসলামি সংগঠনগুলো তাদের সাংগঠনিক কার্যক্রম বাড়িয়ে দিয়েছে।এরই অংশ হিসেবে আটপাড়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে এবং আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার তাদের কার্যালয় স্থাপন করেন।এ উপলক্ষ্যে জুমার নামাজের পর সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন হতে এসে নতুন কার্যালয় উদ্বোধন অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আগামী সংসদ নির্বাচনে নেত্রকোণা -৩(কেন্দুয়া -আটপাড়া) আসনে এবার বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন বিষয়ে শুনই গ্রামের ঐতিহ্যবাহী ইদগাহ মাঠের ইমাম ওগোয়াতলা আয়েশ( রাঃ)মহিলা মাদ্রাসা ও সাবেক শুনই দারুস সুন্নাহ কওমি ও হাফিজিয়া মাদ্রাসর মোহতামিম মাওলানা আজিজুর রহমান সাহেব কে চূড়ান্ত করেছে কেন্দ্রীয় কমিটি।এরই পরিপ্রেক্ষিতে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে এই কার্যালয় হতে।
এ সময় উপস্থিত ছিল, দলের নমিনি ও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আজিজুর রহমান,সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ জিয়াউল ইসলাম, মাওলানা লোকমান হোসেন,প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহম্মেদ সহ নেতাকর্মীবৃন্দ।