সাংবাদিক তুহিন হত্যাসহ দেশে ধারাবাহিকভাবে সাংবাদিক খুন, গুম ও নির্যাতনের প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে বদলগাছী উপজেলার সাংবাদিকদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার সকল সাংবাদিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারীর সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বদলগাছী সাংবাদিক সংস্থাথর সভাপতি শহীদুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস হোসেন, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম দবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা, সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু, সাংবাদিক মিঠু হাসান, সাংবাদিক আসাদুজ্জামান ভুট্টু প্রমুখ।বক্তারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নৃশংসভাবে খুন, গুম ও নির্যাতনের শিকার হচ্ছেন, যা গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি। তারা সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।এছাড়াও এই কর্মসূচিতে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।এসময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানবাধিকার কর্মী ও স্থানীয় জনসাধারণ একাত্মতা প্রকাশ করেন।