প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৩, ২০২৫, ১০:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ৮:৪১ পি.এম
গাজীপুরে সাংবাদিক হত্যা হরিরামপুরে বিএমএসএস-এর মানববন্ধন ও প্রতিবাদ সভা

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকালে উপজেলা চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) হরিরামপুর উপজেলা শাখার উদ্যোগে এবং হরিরামপুর প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নাজমুল চৌধুরী নাহিদ। বক্তব্য রাখেন হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মো. জামিল বিশ্বাস ও সহ-সভাপতি মানিকুর রহমান মানিক। এ সময় বিএমএসএস-এর সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মিয়া, দপ্তর সম্পাদক মো. আমজাদ মীরসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এক মিনিট নিরবতা পালন করেন। তারা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পাশাপাশি দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দুর্বৃত্তরা কুপিয়ে ও জবাই করে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন