অনলাইন ডেস্ক:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আগামী শুক্রবার আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পরিকল্পনা সামনে আসার পর ইউরোপীয় নেতারা কিয়েভের প্রতি সমর্থন অব্যাহত রাখার এবং মস্কোর ওপর চাপ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।শনিবার রাতে ফ্রান্স, ইতালি, জার্মানি, পোল্যান্ড, যুক্তরাজ্য ও ইউরোপীয় কমিশনের যৌথ বিবৃতিতে বলা হয়, যুদ্ধের ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের জন্য সক্রিয় কূটনীতি, ইউক্রেনকে সহায়তা এবং রাশিয়ার ওপর চাপ—এই তিনটি পথই একমাত্র কার্যকর সমাধান হতে পারে।ট্রাম্প দাবি করেছেন, উভয় পক্ষ একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে যা যুদ্ধ শেষ করতে পারে। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, এতে “কিছু ভূখণ্ড বিনিময়” থাকতে পারে, যা ইউক্রেনকে তার উল্লেখযোগ্য অংশ হারাতে বাধ্য করতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, কারণ এতে রাশিয়ার আগ্রাসন আরও উৎসাহিত হতে পারে।বিবৃতিতে ইউরোপীয় নেতারা জোর দিয়ে বলেন, যে কোনো শান্তি চুক্তিতে ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা স্বার্থ রক্ষা করতে হবে। এর মধ্যে রয়েছে ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় কার্যকর নিরাপত্তা নিশ্চয়তা।তারা প্রতিশ্রুতি দিয়েছেন, ইউক্রেনের জন্য সামরিক ও আর্থিক সহায়তা অব্যাহত থাকবে এবং “আমরা দৃঢ়ভাবে ইউক্রেনের পাশে আছি।”রবিবার জেলেনস্কি বলেন, কিয়েভ ইউরোপীয় নেতাদের যৌথ বিবৃতিকে “মূল্যায়ন করে এবং পূর্ণ সমর্থন জানায়।”
সূত্র: আল জাজিরা,সংবাদ মাধ্যম