সৈয়দ সময় ,নেত্রকোনা
নেত্রকোনা জেলার কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৫।০৯ আগষ্ট (শনিবার) সকালে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন উপজেলা কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি লপিং স্টন দাজেল। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, জেলা কমিটির সভাপতি নিরন্তর বনোয়ারি, সিপিবি উপজেলা কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান, যুব ইউনিয়নের সভাপতি শরিয়ত উল্লাহ, পিসিসি’র অঞ্জন সাংমা, কারিতাস কর্মকর্তা হযরত আলীম ও আদিবাসী নেতা সুভাষ হাজং।বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য, ভাষা ও জমির অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমতা ও অধিকার প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন