অনলাইন ডেস্ক :
ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে। আল জাজিরা একে “গাজা দখল ও দমননীতির সত্য উদঘাটনে প্রতিবন্ধকতা সৃষ্টির মরিয়া চেষ্টা” বলে আখ্যা দিয়েছে।ইসরায়েলের সেনাবাহিনী এই লক্ষ্যভিত্তিক হামলার দায় স্বীকার করেছে। নিহতদের মধ্যে রয়েছেন আল জাজিরা সংবাদদাতা আনাস আল-শরীফ ও মোহাম্মদ কুরেইকেহ, চিত্রগ্রাহক ইব্রাহিম জাহের ও মোয়ামেন আলিওয়া এবং তাঁদের সহকারী মোহাম্মদ নুফাল।ঘটনার পর ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ দায়ীদের বিচারের দাবি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেস ক্লাব’ ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছে এবং ‘ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন’ গণমাধ্যমের ওপর হামলা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান করেছে।এদিকে, অস্ট্রেলিয়া জানিয়েছে যে তারা আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৬১ হাজার ৪৩০ জন নিহত ও ১ লাখ ৫৩ হাজার ২১৩ জন আহত হয়েছেন। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং দুই শতাধিককে আটক করা হয়।
সূত্র: আল জাজিরা,সংবাদমাধ্যম।