সৈয়দ সময় ' নেত্রকোনা:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদলের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম টুটন (৬২) ইন্তেকাল করেছেন।সোমবার (১১ আগস্ট) আনুমানিক সকাল ১০টা ১৫ মিনিটে ভারতের হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মরহুম আনোয়ারুল ইসলাম টুটন কলমাকান্দা উপজেলার চত্রংপুর গ্রামের বাসিন্দা এবং মরহুম আব্দুল মালেকের ছেলে । তিনি কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের মামা।মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।ভারত থেকে মরদেহ বাংলাদেশে পৌঁছালে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে