অনলাইন ডেস্ক :
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আজিজুল ইসলাম পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় বদলি হওয়ায় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকালে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায়ী অতিথিকে সিলেট রেঞ্জ পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ সিলেট জনাব মোঃ হুমায়ুন কবীর, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সুনামগঞ্জ জনাব মোহাম্মদ ইলতুৎ মিশ, পুলিশ সুপার সিলেট জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার (এডমিন অ্যান্ড ফিন্যান্স) রেঞ্জ ডিআইজি কার্যালয় সিলেট জনাব মুহাম্মদ শরীফুল ইসলাম, বিপিএম, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার হবিগঞ্জ জনাব মোঃ মাহিদুজ্জামান, পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক) রেঞ্জ ডিআইজি কার্যালয় সিলেট জনাব মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এঅ্যান্ডএফ) জনাব সুজন সরকার, সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক) জনাব মোঃ রফিকুল ইসলাম খানসহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ