অনলাইন ডেস্ক :
সাংবাদিক আছাদুরজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জের চৌরাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে নোয়াখালী সাংবাদিক ইউনিটির উদ্যোগে ও স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এম এস জামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আনোয়ারুল করিম মানিক।মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক এমজি বাবর, মোস্তফা মহসিন, এ.এস.এম রিজোয়ান, প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নাসির উদ্দিন মিরাজ ভূইয়া, আবদুর রহিম, মজিদুল ইসলাম, রিপন মজুমদার, পিন্টু খান, মোতাহের হোসেন কিরন ও আবু তাহের প্রমুখ।এছাড়া সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সাবেক বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাফেজ আমিন উল্যা, ব্যবসায়ী আজিজুল হক আজিজসহ অনেকে।পরে একটি বিক্ষোভ মিছিল চৌরাস্তার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘটে