সালমান আহম্মেদ, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা সভাপতি সারোয়ার পারভেজ বাবুর সভাপতিত্বে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ শাহিন আলম সাকী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কৃষক দল, নেত্রকোনা জেলা শাখা।মানববন্ধনে বক্তব্য রাখেন—নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জাহিদ হাসান, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জননেত্র পত্রিকার প্রকাশক, আরটিভির সাংবাদিক আলহাজ্ব এম মোখলেছুর রহমান খান, জেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, পৃতৃষ চন্দ্র জন্টু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দসহ আরও অনেকে।বক্তারা বলেন, দেশের সাংবাদিকরা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাতে একের পর এক হত্যার শিকার হচ্ছেন। গত ৭ আগস্ট সন্ধ্যায় গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে শত শত মানুষের সামনে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তারা উল্লেখ করেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের চার্জশিট ১২০ বার দেওয়া হলেও এখনো বিচার কাজ শুরু হয়নি। এই পরিস্থিতি অব্যাহত থাকলে শুধু সাংবাদিকরা নয়, দেশের সাধারণ মানুষও নিরাপত্তাহীনতার মধ্যে থাকবে।বক্তারা প্রশাসনের কাছে দ্রুত আসাদুজ্জামান তুহিন ও সাগর-রুনি হত্যার বিচার কার্যকর করার দাবি জানান। একইসঙ্গে নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের পাশে থাকার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন—এনটিভির জেলা প্রতিনিধি ভজন দাস, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি মনিরুলজ্জামান খুশভু, জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি সুলতান আহমেদ, মনিরুজ্জামান খান হীরা (দপ্তর সম্পাদক, জেলা কৃষক দল), সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফুজ্জামান হৃদয়, শাকিব আহমেদ (দপ্তর সম্পাদক, কেন্দুয়া জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম), সালমান আহম্মেদ (প্রচার সম্পাদক), রিপন দত্ত (যুগ্ম আহ্বায়ক, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট), মো. শেখ সাদী (প্রচার সম্পাদক, জেলা কৃষক দল)সহ অন্যান্য নেতৃবৃন্দ