প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ৯:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ৮:৫৯ পি.এম
শিবগঞ্জে শাপলা কিন্ডারগার্টেনের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপিস্থ শাপলা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা কিন্ডারগার্টেনের প্রধান ফাহিমা খাতুন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবির উদ্দীন, তেলকুপি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এমরান আলী, শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য কাসেদ আলী, আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক ও সোনামসজিদ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখার আলম প্রমুখ।পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় বক্তারা অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সুশিক্ষায় শিক্ষিত করে ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন