সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোনার বারহাট্টায় আড়াই বছরের শিশু সন্তান রেখে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। দাম্পত্য কলহের জেড়ে গত ১৩ আগস্ট বুধবার উপজেলার আসমা ইউনিয়নের কামালপুর জয়কৃষ্ণ নগর গ্রামে এই ঘটনা ঘটে।নিহত রিয়া মনি (২৫) চিরাম ইউনিয়নের জয়পাতাক গ্রামের কমল মিয়ার মেয়ে এবং আসমা ইউনিয়নের জয়কৃষ্ণ নগরের সোহেল মিয়ার স্ত্রী।থানায় অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়,আজ সকালে রিয়া মনির তার স্বামী সোহেল মিয়ার সাথে ঝগড়া হয়। এর পর স্বামী মাছ বিলে মাছ ধরতে চলে গেলে পূর্বে থেকেই ঘরে থাকা ইঁদুরের বিষ পান করে রিয়া মনি। এরপর বিষক্রিয়ায় অস্থির হয়ে যাওয়ায় পরিবারের লোকেরা টের পেয়ে প্রথমেই তাকে টক জাতীয় খাবার দেয়। এরপর তাকে বেলা ১২.৫০ ঘটিকায় বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।নিহতের বাবা কমল মিয়া বলেন, সোহেল ও তার বাবা মা মিলে আমার মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। আমার মেয়েকে এরা দীর্ঘ দিন যাবৎ শারিরীক অত্যাচার করে আসছিলো। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। এরা আমার মেয়েকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে।নিহত রিয়া মনির স্বামী সোহেল মিয়া বলেন, গতকাল রাতে আমার স্ত্রী আমার ছেলেকে মারধর করে। তখন আমি তাকে দমক দিয়ে বলি এই রকম ছেলেটাকে মারা কি ঠিক হয়েছে। এক পর্যায়ে তার সাথে রাতে একটু ঝগড়া হয়। এর পর সকালে আমি মাছ ধরতে চলে যায়। এরপর ঘরে রাখা ইঁদুরের বিষ পান করে। সে পূর্বে থেকে ঝগড়া করে বলতো আমার বাবা মাকে ফাঁসাবে।বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, রিয়া মনি নামের এক গৃহবধূ বিষ পান করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনায় পাঠানো হয়েছে। এই ব্যপারে মেয়ের বাবা একটি অভিযোগ দায়ের করেছে। তদন্তে করে আইনী ব্যবস্থা নেয়া হবে