অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ আলাস্কার অ্যানকারেজে মুখোমুখি হচ্ছেন। বৈঠকের মূল উদ্দেশ্য হলো ইউক্রেনের তিন বছরের চলমান যুদ্ধে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা তৈরি করা।এই শীর্ষ বৈঠক ট্রাম্পের বহু প্রচেষ্টার সর্বশেষ পদক্ষেপ, যা তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি ইউক্রেনের যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যে শেষ করার ঘোষণা দিয়েছিলেন। পুতিনের জন্য এটি প্রথমবারের মতো দশ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র সফর এবং একই সঙ্গে রাশিয়ার কোনো নেতার আলাস্কা সফরও এটি প্রথম।বৈঠক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি Joint Base Elmendorf-Richardson, অ্যানকারেজ, আলাস্কা-তে। নির্ধারিত সময় সকাল ১১:৩০ (আলাসকা সময়), যা GMT অনুযায়ী রাত ৭:৩০।রাশিয়ার পক্ষ থেকে বৈঠকে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসোভ, অর্থমন্ত্রী আন্তন সিলুয়ারনভ,প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভ, এবং বিশেষ রাষ্ট্রীয় দূত কিরিল দিমিত্রিভ। তবে ট্রাম্পের সঙ্গে কোন আমেরিকান প্রতিনিধি বৈঠকে থাকবেন তা এখনও নিশ্চিত নয়।বৈঠককে ঘিরে আন্তর্জাতিক মহলে প্রত্যাশা বিরাট। ট্রাম্প বৈঠকের আগে সতর্ক করেছেন যে, যদি পুতিন যুদ্ধবিরতির জন্য সম্মত না হন, তাহলে রাশিয়া “গম্ভীর ফলাফলের” মুখোমুখি হবে।
সূত্র : আল জাজিরা