প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ৫:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৫, ১০:৪১ পি.এম
সাবেক প্রতিমন্ত্রী টিটু’র কুখ্যাত বেজি গ্রুপের প্রধান অমিও এবং ইমন গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের কুখ্যাত বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিও এবং তার সহদর ভাই ইমন কে ১৫ আগষ্ট শুক্রবার ভোর রাতে গয়হাটা গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে উপজেলার আগত গয়হাটা ইউনিয়নের আমিনুর রহমানের ছেলে ইমন ও এনাম জাবির অমিও সহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল। এদের মধ্যে অমিও এবং ইমনের এর বিরুদ্ধে নাগরপুর থানায় একাধিক মামলা রয়েছে। এ অভিযানে বেজি গ্রুপকে সহয়তাকারী হিসেবে আলী আজগরের ছেলে আমিনুর রহমান এবং আগত গয়হাটা গ্রামের পলাশকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু'র ছত্রছায়ায় এনাম জাবির অমিও এবং ইমনের -এর নেতৃত্বে বেজি গ্রুপ নামে কিশোর গ্যাং তৈরি করে চাঁদাবাজি, চুরি, ছিনতাই, দখল, ভয়ভীতি প্রদর্শন, মাস্তানি, গুন্ডামী, মারপিট ও যৌন পীড়নসহ বিভিন্ন অপকর্মের সহিত জড়িত ছিলো। ফ্যাসিষ্ট সরকারের সাবেক প্রতিমন্ত্রী টিটু তার ক্ষমতা প্রদর্শন ও নানা অপকর্ম এদের দিয়ে করাতো বলে অভিযোগ রয়েছে। এছাড়াও ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার উপর হামলায় সরাসরি জড়িত ছিল। এর পরিপ্রেক্ষিতে এনাম জাবির অমিও কে ১০৯ নং এজাহার নামীয় আসামী নিয়মিত মামলা রুজু। এছাড়াও তার ভাই ইমনের ২ আগষ্ট ২০২৪ তারিখে একটি মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করে নাগরপুর থানা পুলিশ।
বিগত সরকার পতনের পর থেকেই বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিও এবং ইমন পলাতক ছিলো। বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিও এবং ইমন কে গ্রেফতার করতে নাগরপুর থানা এলাকাসহ বিভিন্ন জায়গায় একাধিক অভিযান পরিচালনা করে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ১৫ আগষ্ট শুক্রবার ভোর রাত্রে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল গয়হাটা ইউনিয়নে আগত গয়হাটা গ্রামে অভিযান পরিচালনা করে বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিও এবং ইমন কে গ্রেফতার করেছে। অমিও এর বিরুদ্ধে পূর্বের মারামারি ও নারী নির্যাতনসহ মোট ৪ টি মামলা রয়েছে। ১৫ আগষ্ট শুক্রবার আসামীদের বিধি মোতাবেক প্রয়োজনীয় পুলিশি প্রহড়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, বলে এক প্রেস রিলিজে জানায় নাগরপুর থানা পুলিশ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন