প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ৫:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৫, ১০:৫২ পি.এম
খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে শিবগঞ্জে দোয়া মাহফিল

নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জে এক বর্ণাঢ্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার ভবানিপুর শ্যামপুর আল-মাদরাসাহ্-আরবিয়্যাহ্ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও মনাকষা ইউনিয়ন বিএনপি, ও অঙ্গ সহযোগী সংগঠন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বেলাল-ই-বাকি ইদ্রিশী। বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের উন্নয়নের জন্য সারা জীবন লড়াই করেছেন। আজ আমরা তার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করছি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।মাহফিলে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিপুল সংখ্যায় অংশ নেন। আবেগঘন পরিবেশে দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন