প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ৩:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৫, ১১:৪৪ পি.এম
নওগাঁয় আত্রাই নদীর পানি বিপদ সীমার ৩৭ সেন্টিমিটার উপরে’ পানিবন্দী ৫শ’ পরিবার, ঝুকিপূর্ন বেশ কয়েকটি পয়েন্ট

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানির কারনে হঠাৎ করেই বাড়ছে নওগাঁর আত্রাই নদীর পানি। শুক্রবার বিকাল সারে ৩ টারদিকে নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪০ মিটার এতে বিপদ সীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে নদীর পানি প্রবাহীত হচ্ছে। অপরদিকে হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী কয়লাবাড়ি চকরামপুর ও পার-নুরুলাবাদ গ্রামে পূর্বের দুটি ভাংগন স্থানদিয়ে পানি প্রবেশ করছে। নদীর পানি হটাৎ করে বৃদ্ধি পাওয়ার কারনে বন্যা নিয়ন্ত্রণ বাধের ভেতরে থাকা টনঠনিয়াপাড়া, নিখিরাপাড়াও বাকশাবাড়ী এলাকায় অন্তত পক্ষে ৫শ' পরিবার পানি বন্দী হয়ে পড়েছেন সেই সাথে পানিতে তলিয়ে গেছে ধান, পাট ও সবজির ক্ষেত সহ কৃষকের চাষকৃত নানা ফসল চাষের জমি। পানি বৃদ্ধির কারনে কয়েকটি স্থানে বন্যা নিয়ন্ত্রণ ও বেড়িবাঁধ ঝুকিপূর্ণ বলেই জানিয়েছেন স্থানিয় সুত্র। এব্যাপারে নওগাঁ পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়, গত ২৪ ঘন্টায় আত্রাই নদীর পানি বেড়েছে ১শ' সেন্টিমিটার। জোতবাজার পয়েন্টে বিপদ সীমার ৩৭ সেন্টিমিটার উপরদিয়ে পানি প্রবাহীত হচ্ছে এছাড়া আগামী আরো ১-২ দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। মান্দা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কয়লাবকড়ী, চকরামপুর, উত্তর চকরামপুর, জোকাহাট, দ্বারিয়াপুর, নুরুল্লাবাদ, পারনুরুল্লাবাদ ও তালপাতিলাসহ অন্তত ১০টি বেড়ি বাঁধকে ''অতি ঝুকিপূর্ণ'' হিসেবে চিহ্নিত করা হয়। এছাড়াও আয়াপুর, লক্ষ্মীরামপুর, পাঁজরভাঙ্গা, পলাশবাড়ী, মিঠাপুর, নিখিরাপাড়াসহ আরও অন্তত পক্ষে ২০টি পয়েন্টকে রাখা হয়েছে উচ্চ ঝুকির তালিকায়। এব্যাপারে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, হঠাৎ করেই নদীর পানি বৃদ্ধি কারনে বাঁধের কয়েকটি স্থানে লিকেজ দেখা দেওয়ায় আমরা সেই ঝুকিপূর্ণ পয়েন্ট গুলোতে নজরদারি করছি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পস্তুতি নেওয়া হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন