অনলাইন ডেস্ক:
ঢাকার দোহারে আন্তঃজেলা ডাকাত সর্দার রমজান আলী ওরফে কালা রমজান (৪০) এবং তার সহযোগী লাল মিয়া (৩৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।রমজান দোহার উপজেলার কুসুমহাটির পুষ্পখালি গ্রামের বোরহান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে দোহার-নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় অন্তত ১০টি ডাকাতি মামলা রয়েছে।দোহার থানা পুলিশ জানায়, গত ১১ আগস্ট রাতে ইসলামপুর খালপাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে রমজানসহ ডাকাতরা একটি ট্রাকে উঠে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে ট্রাকটি একটি গাছে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় ছয়জনকে ঘটনাস্থল থেকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়।আটককৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে দোহারের পোদ্দারবাড়ি এলাকা থেকে সর্দার রমজান আলীকে এবং নবাবগঞ্জের টানমেলেং এলাকা থেকে সহযোগী লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রমজান আন্তঃজেলা ডাকাত দলের সর্দার বলে স্বীকার করেছে। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয় এবং ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, “রমজান ওরফে কালা রমজানের নামে ১০টি ডাকাতি মামলা রয়েছে। সে একজন পেশাদার ডাকাত।