অনলাইন ডেস্ক :
গাজীপুরে খুন হওয়া দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে গাজীপুর সিটি করপোরেশন। শনিবার বিকালে নগরভবনের হলরুমে প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী নিহতের স্ত্রী ফরিদা বেগম মুক্তা ও দুই শিশু সন্তানের হাতে নগদ চেক প্রদান করেন।এসময় তিনি বলেন, তুহিন ছিলেন সাহসী ও নির্ভীক সাংবাদিক। হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সিটি করপোরেশন সবসময় নিহতের পরিবারের পাশে থাকবে।অনুষ্ঠানে জেলা প্রশাসক নাফিসা আরেফিন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, সচিব আল আমিন পারভেজসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত ৭ আগস্ট গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে।