অনলাইন ডেস্ক,,
ইরান সমর্থনের কারণে দক্ষিণ আফ্রিকার সেনাপ্রধানের বিরুদ্ধে সমালোচনা,,দক্ষিণ আফ্রিকার সেনাপ্রধান জেনারেল রুদজানি মাফওয়ান্যা ইরান সফরে দেওয়া মন্তব্যের কারণে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছেন। তিনি বলেছেন, দক্ষিণ আফ্রিকা ও ইরানের লক্ষ্যসমূহ মিল রয়েছে এবং নিপীড়িত জনগণের পাশে তারা একসাথে দাঁড়ায়।মাফওয়ান্যা ইরানের সেনাপ্রধান মেজর-জেনারেল সৈয়দ আব্দোলরহিম মুসাভি’র সঙ্গে বৈঠকে ইরানের দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রামে প্রদত্ত সমর্থনের প্রশংসা করেছেন। এছাড়াও তিনি ইসরাইলের গাজা ও পশ্চিম তীরে “নিরীহ মানুষদের ওপর বোমাবর্ষণ” এবং “অধিকার হরণ” সমালোচনা করেছেন।বিশ্লেষকরা মনে করছেন, এই মন্তব্য দক্ষিণ আফ্রিকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। উল্লেখ্য, এই সময়ে ট্রাম্প প্রশাসন দক্ষিণ আফ্রিকার পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছে। রাষ্ট্রপতি সিরিল রামাফোসা ইতোমধ্যেই হোয়াইট হাউসে সফর করেছেন সম্পর্ক মসৃণ করার জন্য।দক্ষিণ আফ্রিকায় সেনাপ্রধানের মন্তব্যের জেরে পদচ্যুতির দাবি উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মাফওয়ান্যার অবস্থান দেশের কূটনৈতিক নীতি ও বাণিজ্যিক স্বার্থের সঙ্গে বিরোধপূর্ণ।ঘটনার প্রভাবে দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত এবং দেশের আন্তর্জাতিক অবস্থানেও প্রভাব পড়তে পারে