প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ৩:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ৭:৫১ পি.এম
বাহুবলে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি প্রার্থী মখলিছুর রহমান

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি।
বাহুবলে উন্নয়ন কাজের উদ্বোধন করলেন বাহুবল- নবীগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ মখলিছুর রহমান। শনিবার ১৬ (আগস্ট) বিকেলে বাহুবল উপজেলার বশিনা- দ্বিমুড়া সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন। বশিনা থেকে দ্বিমুড়া মাদ্রাসা ও মাদ্রাসা হতে মধু মিয়ার বাড়ির সামন পর্যন্ত রাস্তা কাজ উদ্বোধন করা হয়। এসময় বাহুবল উপজেলা প্রকৌশলী মোঃ মফিজুর রহমান, সার্ভেয়ার উজ্জল মন্ডল, বিএনপি নেতা ফারুক মিয়া, সংশ্লিষ্ট ঠিকাদার সহ বিএনপি, ছাত্র দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ প্রকল্প কাজের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দাদু এন্টারপ্রাইজ। এ সড়কটি পাকা হলে অত্র এলাকার মানুষের দীর্ঘদিনের দূর্যোগের লাঘব হবে। বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ মখলিছুর রহমানের প্রচেষ্টায় এ প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন