প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ৯:১০ পি.এম
নওগাঁয় ট্রেনের নিচে কাটাপড়ে এক ব্যক্তির মৃত্যু

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁয় ট্রেনের নিচে কাটা পড়ে বাবু প্রামানিক (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এমৃত্যুর ঘটনাটি ঘটে শনিবার সকালে নওগাঁর রাণীনগর রেলওয়ে স্টেশনে। নিহত বাবু প্রামানিক নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া উত্তরপাড়া গ্রামের মৃত শমসের প্রামানিকের ছেলে।স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে বাবু প্রামানিক স্ত্রীর উপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যান। ট্রেনের নিচে কাটাপড়ে মৃত্যুর খবর পরিবারের সদস্যরা জানতে পেরে ঘটনাস্থল থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে আসেন। এব্যাপারে রাণীনগর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল খালেক বলেন, তিতুমির এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে চিলাহাটি যাচ্ছিল। এসময় সকালে বাবু প্রামানিক রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই মারা যান। সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক মাহফুজ বলেন, তিতুমির এক্সপ্রেস ট্রেনটি রানীনগর রেলওয়ে স্টেশনে উত্তরপাশে আসলে বাবু প্রামানিক নামে ঐ ব্যক্তি অসাবধানতাবসত রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় রেললাইনে কাটা পড়ে মারা যান তিনি। মৃতদেহ উদ্ধার করার পর আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের স্বজনরা মৃতদেহ নিয়ে গেছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন